মাওয়ায় ৫০ মণ জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৪-১৯ ১৩:০৮:৩৩


মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার মাওয়া কবুতরখোলা এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে কোস্টগার্ড।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নদীর পাড়ে থাকা ১০টি পাত্র তল্লাশি করে আনুমানিক ৫০ মণ জাটকা উদ্ধার করা হয়েছে। জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে এসব জাটকা জব্দ করে উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন, জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।