যশোরে এনটিভির ক্যামেরা পারসনের উপর সন্ত্রাসী হামলা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-২০ ১২:২৪:১৮
যশোরে বেসরকারি টিভি চ্যানেল এনটিভির ক্যামেরা পারসন শামীম রেজা (২৮) সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। তিনি চৌগাছা উপজেলা সাঞ্চাডাঙা গ্রামের মোন্তাজ আলীর ছেলে।
বর্তমানে যশোর শহরের কাজীপাড়া আমতলায় ভাড়া বাড়িতে থাকেন। হামলার সময় সন্ত্রাসীরা শামীমের মোটর সাইকেল ভাংচুর করে, মানি ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায়। মানি ব্যাগের মধ্যে ১০ হাজার ৮শ টাকা ছিলো। এঘটনায় শামীম রেজা কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেছেন।
সোমবার দায়েরকৃত অভিযোগে শামীম রেজা বলেছেন, সোমবার (১৯ এপ্রিল) বিকালে প্রেসক্লাব থেকে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
বিবাদী সাকিব কাজিপাড়া আমতলা মোড়ের মোঃ সেলিম ওরফে বোচা সেলিমের ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। পরে আহত শামীমকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। যশোর কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম জানান, মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় থানায় মামলা হবে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।