ভোমরায় ৯ মাসে ৩৪৫ কোটি টাকা রাজস্ব ঘাটতি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২০ ১৪:২৬:৫৮


চলতি ২০২০-২০২১ অর্থবছরের প্রথম নয় মাসে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রাজস্ব আয় হয়ে ৬৪০ কোটি ৮৩ লাখ টাকা। এর ফলে চলতি অর্থবছরের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী ঘাটতি পড়েছে ৩৪৫ কোটি ৪ লাখ টাকা। তবে ২০১৯-২০ অর্থবছরের প্রথম নয় মাসের তুলনায় চলতি ২০২০-২১ অর্থবছরে ৬১ কোটি ৪৭ লাখ টাকা বেশি আয় হয়েছে।

রাজস্ব ঘাটতি বেড়ে যাওয়ার কারণ হিসেবে বন্দরসংশ্লিষ্টরা বলছেন, করোনার প্রভাবে বন্দরের ব্যবসা-বাণিজ্য ভালো না হওয়ায় রাজস্ব ঘাটতি বেড়েই চলেছে।

এ ব্যাপারে ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা যায়, ২০২০-২১ অর্থবছরের প্রথম নয় মাস অর্থাৎ জুলাই-মার্চ পর্যন্ত ভোমরা বন্দরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৯৮৬ কোটি ২ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৭৩ কোটি ৫২ লাখ, আগস্টে ৭৭ কোটি ৫৯ লাখ, সেপ্টেম্বরে ৬৭ কোটি ৬৮ লাখ, অক্টোবরে ৮৮ কোটি ৭ লাখ, নভেম্বরে ১১৪ কোটি ৮ লাখ, ডিসেম্বরে ১৩১ কোটি ৭ লাখ, জানুয়ারিতে ১৩২ কোটি ৫৫ লাখ, ফেব্রুয়ারিতে ১৫৫ কোটি ২৭ লাখ ও মার্চে ১৪৬ কোটি ১৯ লাখ টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

সানবিডি/এনজে