মহম্মদপুরে ডিজিটাল আইনে ২ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-২০ ১৫:০৯:২৩


ফেসবুকে উষ্কানিমুলক পোষ্ট দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে মাগুরা জেলার মহম্মদপুরে আসিফ ফায়সাল ও জাহিদুল ইসলাম সেতুকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পরে মহম্মদপুর থানা পুলিশ মঙ্গলবার (২০ এপ্রিল) আদালতে প্রেরণ করে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক নাথ বিশ্বাস জানান, ধৃত যুবকদ্বয় দীর্ঘদিন ধরে ফেসবুকে তাদের আইডিতে নানা ধরনের উস্কানীমুলক মন্তব্য করে স্টাটাস দিয়ে আসছিলো।

এতে স্থানীয় জনমনে অসন্তোষ সৃষ্টি হচ্ছিলো। যে কারনে মহম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়। পুলিশ তাদের কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করছে।