দর পতনের শীর্ষ তালিকা জুড়ে বীমা খাতের কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২০ ১৪:৪৭:৩৬


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬১১ বারে ৩ লাখ ৩ হাজার ৩২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৪৫ বারে ২৩ লাখ ৩৩ হাজার ১০৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৫৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৫৪ বারে ১০ লাখ ৫১ হাজার ১৫০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৮৭ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৭৭ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৫৭ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৩৩ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৪ দশমিক ১৫ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ০৩ শতাংশ ও গ্লোবাল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৯৩ শতাংশ শেয়ার দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৪:৪৭/২০/৪/২০২১