মিয়ানমারের ওপর ফের নিষেধাজ্ঞা দিল ইইউ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২০ ১৫:১৫:৪৪
মিয়ানমারের জান্তা সরকারবিরোধী বিক্ষোভাকারীদের ওপর হত্যাযজ্ঞ ও নিপীড়ন অব্যাহত রাখায় দেশটির ১০ সেনা কর্মকর্তা ও সেনাবাহিনী নিয়ন্ত্রিত দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশটিতে ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে দেশজুড়ে বিক্ষোভ, ধর্মঘট ও অসহযোগ আন্দোলন চলছে। এ আন্দোলনে জান্তার হাতে ৭৩৭ গণতন্ত্রপন্থি নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন তিন হাজারের বেশি মানুষ।
চলমান এই পরিস্তিতিতে সোমবার নতুন করে নিষেধাজ্ঞা দেয় ইইউ। এদিকে, জান্তার হাতে আটক ছয় তরুণ বিক্ষোভকারীর রক্তাক্ত ও বীভৎস ছবি প্রকাশ করা হয়েছে। তাদের হেফজাতে নিয়ে ভয়াবহ নির্যাতন চালায় সেনাবাহিনী। এতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। খবর এএফপি ও আলজাজিরার
এ বিষয়ে ইইউর ভার্চুয়াল সভায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, মিয়ানমারের জান্তা সহিংসতা অব্যাহত রেখেছে। এতে দেশটি ‘মৃত্যু প্রান্তরে’ পরিণত হচ্ছে। এ কারণে তাদের সমঝোতার টেবিলে আনার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। ইইউর দুই কূটনীতিক বলেন, মিয়ানমার ইকোনমিক করপোরেশন (এমইসি) ও মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেডের (এমইএইচএল) ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাদের ভিসায় নিষেধাজ্ঞা ও বিদেশে থাকা সম্পত্তি জব্দ করা হবে।
এছাড়া দেশটির সেনাপ্রধান মিন অং হদ্মাইংসহ ১০ শীর্ষ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর আগেও তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইইউ।
সানবিডি/এনজে