সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম, চলবে ২৮ এপ্রিল পর্যন্ত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২০ ১৬:৩৫:০৩
কঠোর লকডাউনেও সীমিতি পরিসিরে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং সব ধরণের কার্যক্রম চালু থাকবে। চলমান লকডাউনের ধারাবাহিকতায় আগামী ২৮ এপ্রিল ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ-সাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক অনোয়ারুল ইসলামের স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম সই করা নির্দেশনায় বলা হয়েছে, গত ১৩ এপ্রিল ডিওএস কর্তৃক জারিকৃত সার্কুলার অনুযাই সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত নির্ধারণ করা হলো।
বিধি-নিষেধ চলাকালে ব্যাংকের স্থানীয় কার্যলয়সহ সকল অনুমোদিত ডিলার (এডি) শাখাও জেলা সদরে অবস্থিত ব্যাংকের প্রধান শাখা খোলা রাখতে হবে। এছাড়া সিটি কর্পোরেশন এলাকাধীন প্রতি দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা (এডি শাখা খোলা না থাকলে) খোলা রাখতে হবে।
তাছাড়া, এ সময়ে উপজেলা পর্যায়ে কার্যরত প্রতিটি ব্যাংকের একটি শাখা বৃহস্পতিবার রবিবার এবং মঙ্গলবার খোলা রাখতে হবে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারি স্ব স্ব অফিসে আনা-নেয়ার জন্য সংশ্লিষ্টব্যাংক কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
গ্রহাকের হিসাবে সর্বপ্রকার জমাএবং উত্তোলন , ডিমান্ড প্রাফট, পে-অর্ডার ইস্যু ও জমা গ্রহণ , ট্রেজারি চালান গ্রহণ, সরকারের প্রদত্ত ভাতা-অনুদান বিতরণ, বৈদেশিক রেমিট্যান্সের অর্থ পরিশোধ, গ্যাস,পানি, বিদ্যুৎ, টেলিফোন বিল গ্রহণসহ বাংলাদেশ ব্যাংক কর্তৃৃক চালু রাখা বিভিন্ন পেমেন্ট সিস্টেমের ক্লিয়ারিং ব্যবস্থার আওতাধীন অন্যান্য লেনদেন সুবিধা প্রদান নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সমুদ্র, স্থল, বিমান বন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা উপ-শাখা, বুথসমূহ সার্বক্ষণিক খোল থাকবে। তবে স্থানীয় প্রশাসনসহ বন্দর, কাস্টমস কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি পরিপালনে যথাযথ ভুমিকা গ্রহণ করবেন। ব্যাংক খোলা থাকবে বেলা বেলা আড়াইটা পর্যন্ত। লেনদেন চালবে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত।
সিটি কর্পোরেশন এলাকায় ব্যাংকের প্রতিটি শাখা একদিন পরপর খোলা থাকবে। অর্থাৎ শাখাগুলো একদিন বন্ধ থাকলে পরের দিন খোলা থাকবে। এই নিয়মে চলবে উপজেলা পর্যায়ের শাখাও। জেলা পর্যায়ে সদর শাখা খোলা থাকবে। আর বৈদেশিক বাণিজ্য শাখাগুলো খোলা থাকবে নিয়মিত।