আইসিবির নতুন ডিএমডি কামাল হোসেন গাজী
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৪-২১ ১০:১৯:০৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. কামাল হোসেন গাজী। ২০ এপ্রিল (মঙ্গলবার) তিনি এ পদে যোগদান করেন।
আইসিবিতে এ পদে যোগ দেয়ার আগে তিনি পল্লী সঞ্চয় ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি করপোরেশনের প্রধান কার্যালয়ের অ্যাকাউন্টস ডিভিশন, ফাইন্যান্স ডিভিশন, লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশন, এমএল/সিএফটি কমপ্লায়েন্স ইউনিট, বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিট এবং শাখাপ্রধান হিসেবে চট্টগ্রাম, বগুড়া ও খুলনা শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
কামাল হোসেন গাজী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে ১৯৮৪ সালে বিকম সম্মানসহ এমকম ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে সিনিয়র অফিসার হিসেবে আইসিবিতে তার কর্মজীবন শুরু করেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১০:১৩/২১/৪/২০২১