হিলিতে কেজিতে ৫ টাকা কমেছে পেঁয়াজের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২১ ১৪:১৫:২৩
ভারত থেকে আমদানি বৃদ্ধি পাওয়া দিনাজপুরের হিলি স্থলবন্দরে মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৪-৫ টাকা কমেছে। একদিন আগেও কেজিপ্রতি ২৫-২৬ টাকা দামে পেঁয়াজ বিক্রি হলেও বর্তমানে তা কমে ২১-২২ টাকায় বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) কম থাকায় আমদানি কমে কয়েক দিন ধরে গড়ে চার-পাঁচ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। অন্যদিকে চলতি মাসেই অবশিষ্ট আইপির মেয়াদ শেষ হচ্ছে জেনে আমদানির পরিমাণ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এতে হিলি স্থলবন্দর দিয়ে গতকাল একদিনেই ১৪ ট্রাকে ৩৯১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ফলে বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ বেড়েছে।
সানবিডি/এনজে