কমিউনিটি ক্লিনিকের জন্য ১৪০ কোটি টাকার ওষুধ কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৪-২২ ১১:৫৮:৪৮


সারাদেশে ছড়িয়ে থাকা কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য প্রায় ১৪০ কোটি ব্যয়ে ২৭ প্রকার ওষুধ কিনছে সরকার।

বুধবার (২১ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার কর্তৃপক্ষের (সিবিএইচসি) ওষুধ কেনার এমন একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানান, সিবিএইচসিকে সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানির কাছ থেকে মোট ১৩৯ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৮২০ টাকায় ২৭ প্রকার ওষুধের ৮০ হাজার ৭৩৪ কার্টন সরাসরি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র জানায়, গ্রামীণ দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছানোর লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন ‘কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)’ অপারেশনাল প্ল্যানের (ওপি) আওতায় দেশের সব উপজেলায় মোট ১৩,৮৮১টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। লাইন ডাইরেক্টর, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) কর্তৃক গত ১৭ ফেব্রুয়ারি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ২৭ প্রকার ওষুধসংবলিত প্রতি কার্টন ১৭,৩৪০.৮৪৫৫ টাকা হিসেবে মোট ৮০,৭৩৪ কার্টন ওষুধ সর্বমোট ১৩৯ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৮২০ টাকায় ক্রয়ের প্রস্তাব স্বাস্থ্য সেবা বিভাগে পাঠানো হয়।

জানা গেছে, ২০২০-২১ অর্থ বছরে ওষুধ সরবরাহের জন্য সিবিএইচসি ওপিতে জিওবি (উন্নয়ন) খাতে ১৪০ কোটি টাকার সংস্থান রয়েছে । ২০২০-২১ অর্থবছরে কমিউনিটি ক্লিনিকের জন্য প্রকিউরমেন্ট প্ল্যানে ওষুধ কেনার বিষয়টির প্রশাসনিক অনুমোদন রয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগ সূত্রে জানা গেছে, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে কমিউনিটি ক্লিনিকের জন্য অনুমোদিত তালিকার সব ওষুধ এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড থেকে কেনার সরকারি নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী ১৩,৮৮১টি কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহের জন্য ক্রয়কারী (লাইন ডাইরেক্টর, সিবিএইচসি) কর্তৃক পিপিআর-২০০৮ এর বিধি ৭৪, ৭৫ ও ৭৬ অনুসরণে সরাসরি ইডিসিএল থেকে ওষুধ কেনার জন্য ২৭ ধরনের ওষুধের একক দর প্রস্তাব পাঠানোর জন্য ইডিসিএলকে অনুরোধ জানানো হয়েছে।

সানবিডি/ এ এ/ ‍এ খান