৫৩ জন নাবিকসহ ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২২ ১২:৩৯:০৩


ইন্দোনেশিয়ার কেআরআই নাঙ্গালা-৪০২ নামের একটি সাবমেরিন ৫৩ জন নাবিকসহ নিখোঁজ হয়েছে। এর পরপরই দেশটির নৌবাহিনী সাবমেরিনটির খোঁজে নেমেছে।

সাবমেরিনটি বালি দ্বীপের দক্ষিণে একটি সামরিক অনুশীলনে অংশ নিয়েছিল।পরবর্তীতে এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর প্রধান জানিয়েছেন, সাবমেরিনটির খোঁজে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

এদিকে সাবমেরিনটির খুঁজে পেতে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে সিঙ্গাপুর ও অস্টোলিয়াকে সাহায্যের জন্য অনুরোধ করা হয়েছে। তবে দুই দেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

বিবিসি জানিয়েছে বুধবার (২১ এপ্রিল) সকালে বালি উপকূল থেকে ৬০ মাইল (৯৬ কিলোমিটার) দূরে জার্মান তৈরি সাবমেরিনটি নিখোঁজ হয়।

এএফপিকে দেশটির ফাস্ট এডমিরাল জুলিয়াস উইদজোনো বলেছেন, সাবমেরিনটির খোঁজ চালাচ্ছে নৌবাহিনী।আমরা জানি ওই এলাকাটি অনেক গভীর।

নিখোঁজ সাবমেরিনটি ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি। এটি ১৯৭০ দশকের শেষ দিকে তৈরি করা হয়েছিল।

সানবিডি/ এ এ