২.৫ শতাংশ বেড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-২২ ১৫:০১:১১


মালয়েশিয়ায় পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য বেড়েছে ২ শতাংশ পর্যন্ত। বুধবার অপরিশোধিত পাম অয়েল ও সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির ফলে এমনটা হয়েছে। আগামী জুলাইয়ে সরবরাহ চুক্তিতে বুসরা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে পাম অয়েলের দাম ২ দশমিক ৫৩ শতাংশ বেড়ে টনপ্রতি ৯২৪ ডলার ৮৭ সেন্টে দাঁড়িয়েছে। যদিও গত সেশনে ভোজ্যতেলটির দাম দশমিক ৮ শতাংশ কমেছিল। খবর রয়টার্স।

এ ব্যাপারে মালয়েশিয়ার কার্গো জরিপকারীদের পরিসংখ্যান অনুযায়ী, আগের তুলনায় ১ থেকে ২০ এপ্রিলের মধ্যে মালয়েশিয়ার পাম অয়েল রফতানি বেড়েছে ১০ শতাংশ, ঠিক আগের মাসের তুলনায় যা প্রায় ১২ দশমিক ৭ শতাংশ হারে বেড়েছে।

সানবিডি/এনজে