সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠলো ইসরাইল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২২ ২২:০১:২৮


অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইলের গোপন পরমানু স্থাপনার কাছে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ঘটনায় পাল্টা হামলা চালিয়েছে তেল আবিব।

আজ বৃহস্পতিবার ভোরে ইসরাইলের গোপন পরমাণু স্থাপনা দিমোনার কাছে সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

এ ঘটনায় পারমাণবিক চুল্লির আশপাশের এলাকায় সতর্ক সঙ্কেত বেজে ওঠে বলে রয়টার্স জানিয়েছে।

এ ব্যাপারে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এর প্রতিক্রিয়ায় তারা সিরিয়ার ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। যে স্থাপনা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলে আঘাত হেনেছে সেখানেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

সিরিয়ার সামরিক বাহিনীর একজন দলত্যাগী সদস্য রয়টার্সকে জানিয়েছেন, ইসরাইলিরা দামেস্কের প্রায় ৪০ কিলোমিটার উত্তরপূর্বে দুমাইর শহরের কাছে কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে। ওই এলাকাগুলোতে ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থান আছে বলে জানিয়েছেন তিনি।

সানবিডি/এনজে