বাজেটে ৪৬০ কোটি টাকা চায় বিএসএফআইসি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-৩০ ১২:৩৩:৩০


অব্যাহতভাবে ব্যাপক অনিয়ম, প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্টদের অদক্ষতা ও ভর্তুকি দামে চিনি বিক্রি করায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) গত পাঁচ বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা লোকসান গুনেছে। এতে প্রতিষ্ঠানটির পরিচালন ব্যয়সহ সব ধরনের কার্যক্রম চালানো দুরূহ হয়ে পড়েছে। এ অবস্থায় সরকারের বাজেটের অর্থ থেকেই চলছে এসব কার্যক্রম। এসব ব্যয় মেটাতে এক বছরে ৪৬০ কোটি টাকার চাহিদার কথা জানিয়েছে বিএসএফআইসি কর্তৃপক্ষ। চাহিদার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে ২০০ কোটি টাকার ছাড় করেছে অর্থ মন্ত্রণায়ের অর্থ বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ ব্যাপারে সূত্র জানায়, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিএসএফআইসি নিয়ন্ত্রণাধীন চলমান নয়টি চিনিকলের অনুকূলে শ্রমিক-কর্মচারীদের চলতি ২০২০-২১ অর্থবছরের বকেয়া বেতন-ভাতাসহ চিনি উৎপাদনসংশ্লিষ্ট অন্যান্য ব্যয় নির্বাহের মাধ্যমে চিনিকলগুলো সচল রাখার জন্য ‘পরিচালন ঋণ’ হিসেবে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ৬ এপ্রিল অর্থ বিভাগের সংশোধিত বাজেটের ‘পরিচালন ঋণ’ খাত হতে বেশকিছু শর্তে এ বরাদ্দ দেয়া হয়।

সানবিডি/এনজে