ঠাকুরগাঁওয়ে নির্দেশ অমান্য করায় বন্ধ গরুর হাট
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-২৪ ১৮:১২:১২
সরকারি নির্দেশ অমান্য করে সদর উপজেলার জগন্নাথপুর ইউপির বড় খোচাবাড়ীহাট আবার বসানোয় হাট বন্ধ করে ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৪ এপ্রিল) হাটে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন।
এসময় সদর থানার ওসি ও পুলিশ ফোর্সসহ তিনি হাট থেকে সকলকে চলে যাওয়ার নির্দেশ দেন। ইজারাদার নির্দেশ অমান্য করে হাট বাসানোয় ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেন ।
পরে গরু নিয়ে মালিকগণ হাট ত্যাগ করেন। এর আগে গত ২০ এপ্রিল মঙ্গলবার সরকারি নির্দেশ অমান্য করে হাট বসানোয় ইজারাদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।