সাবমেরিন থেকে জায়নামাজ উদ্ধার, ৫৩ আরোহীর মৃত্যুর শঙ্কা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৪ ২২:১২:৫৭
৫৩ জন নাবিকসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার কেআরআই নাঙ্গালা-৪০২ নামের সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, নিখোঁজ হওয়ার তিনদিন পর শনিবার এক সংবাদ সম্মেলনে সাবমেরিনটি ডুবে যাওয়ার কথা নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।
নিখোঁজ হয়ে যাওয়া নৌবাহিনীর সাবমেরিনটি ডুবে গেছে বলে ঘোষণা করেছে সেদেশের সামরিক বাহিনী। তবে এর ৫৩ আরোহীকে জীবিত উদ্ধারের আশা শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন তারা।
বুধবার সকালে বালি উপকূল থেকে ৬০ মাইল (৯৬ কিলোমিটার) দূরে জার্মান তৈরি সাবমেরিনটি নিখোঁজ হয়।
নৌবাহিনী প্রধান ইউডো মারগোনো শনিবার জানান, উদ্ধারকর্মীরা একাধিক বস্তু পেয়েছেন। এসব প্রমাণের প্রেক্ষিতে আমরা এখন সাবমেরিনটিকে নিখোঁজ না বলে ডুবে গেছে বলব।
যেসব জিনিস পাওয়া গেছে তার মধ্যে রয়েছে জায়নামাজ, গ্রিজের একটি বোতল যা লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার করা হয়, একটি যন্ত্র যা টর্পোডের হাত থেকে জাহাজটিকে রক্ষায় সাহায্য করে।
সানবিডি/এনজে