দুই সাবসিডিয়ারি থেকে ইউনাইটেড পাওয়ার লভ্যাংশ পাবে ৮৯১ কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৫ ১৬:১১:৫৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সাবসিডিয়ারি দুই প্রতিষ্ঠান থেকে অন্তর্বর্তীকালীন ৮৯১ কোটি টাকা নগদ লভ্যাংশ পাবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩১ মার্চ ২০২১ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইউনাইটেড এনার্জি লিমিটেড ৭৫০ কোটি টাকার অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ এবং ইউনাইটেড জামালপুর পাওয়ার ১৫০ কোটি টাকার অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ইউনাইটেড পাওয়ার উভয় প্রতিষ্ঠানের ৯৯ শতাংশ শেয়ারের মালিক। সে হিসাবে ইউনাইটেড এনার্জি লিমিটেডে থেকে ৭৪২ কোটি ৫০ লাখ টাকা এবং ইউনাইটেড জামালপুর পাওয়ারের কাছ থেকে ১৪৮ কোটি ৫০ লাখ টাকা নগদ লভ্যাংশ হিসাবে পাবে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৬:১১/২৫/৪/২০২১