মার্কেট খোলা: ১০-৫টা নয়, ১২-৮টা রাখার দাবি ব্যবসায়ীদের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৫ ১৮:১৬:৩০
করোনাভাইরাসের সংক্রমণ রোধে টানা ১১ দিন বন্ধ থাকার পর রোববার (২৫ এপ্রিল) থেকে আবার দোকান ও শপিংমল খুলে দিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে।
তবে ব্যবসায়ীরা বলছেন, সকাল ১০টা থেকে বিকেল ৫টা— এই সময়ে মার্কেট খুললে ক্রেতা পাওয়া যাবে না। এ জন্য তারা দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি জানাচ্ছেন।
এ দাবির পক্ষের যুক্তি হিসেবে তারা বলছেন, রোজার মাসে মানুষ সকালে মার্কেটে আসে না। তাছাড়া অফিস চলছে বিকেল ৩টা পর্যন্ত। অফিস শেষ করেই কোনো মানুষ মার্কেটে ছুটবে না। মার্কেটে কেনাকাটা করতে মানুষ আসবে বিকেল থেকে। তাই অন্তত রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা থাকলে ব্যবসায়ীরা কিছু বিক্রি করতে পারবেন।
ব্যবসায়ীরা আরও বলছেন, মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে গত বছর মার্কেট খোলা রাখা যায়নি। ব্যবসায়ীরা লোকসান গুনছেন। এ বছর কিছুটা ভালো ব্যবসা হবে— এমন আশায় নতুন করে বিনিয়োগ করেছেন ব্যবসায়ীরা। কিন্তু এবারও করোনার প্রকোপ তাদের সেই আশায় বাঁধ সেধেছে। ঈদের আগে মার্কেট খোলার সময় না বাড়ালে ব্যবসায়ীরা আবারও বড় লোকসানের মধ্যে পড়বেন।