আলমডাঙ্গায় পুত্রবধুর ঘরে শশুর
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-২৬ ১১:০০:৪০
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বাড়াদি গ্রামে পুত্রবধুর ঘরে ঢুকে জনগণের ধাওয়ায় পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে খোদ শশুর মোজাম আলীর বিরুদ্ধে। সোমবার (২৫ এপ্রিল) রাত ৯ টার দিকে বেসামাল অবস্থায় স্থানীয়রা তাকে পুত্রবধুর ঘরে আটকে রাখে।
পরে ঘরে টিন কেটে পালিয়ে যায় তিনি। এসময় পুত্র সুজন তার শশুর বাড়িতে অবস্থান করছিল। জানাগেছে, উপজেলার বাড়াদি গ্রামের মাঠপাড়ার মোজাম আলী তার ছেলের সুজনের অনুপস্থিতে পুত্রবধুর সাথে রঙ্গলীলা মত্তাবস্থায় স্থানীয়রা ঘরে আটকে রাখে। এসংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে এলাকাবাসি ওই বাড়িতে ভীড় জমায়।
এরই সুযোগে ঘরের টিনের চাল কেটে দিলে পালিয়ে যায় মোজাম। স্থানীয়রা জানায়, গত দুবছর আগেও মোজাম তার পুত্রবধুর সাথে একই অবস্থায় ধরা পড়েছিল।
এবিষয়ে ইউপি সদস্য আমীন উদ্দিন জানান, মোজাম খারাপ প্রকৃতির লোক। এর আগেও এলাকাবাসি পুত্রবধুর সাথে তাকে একই ঘরে আটক করে ছিল।
এ বিষয়ে ভুক্তভোগী সুজন এর সাথে কথা বললে তিনি বলেন, আমার বাবার বিচার চাই, তার উপযুক্ত শাস্তি দাবি করছি।