ভারত থেকে জরুরি তরল অক্সিজেন আমদানি বন্ধ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৬ ১৫:৩২:৫৩
ভারতে মহামারি করোনার তীব্র প্রকোপের কারণে দেশটিতে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় করোনার চিকিৎসায় ব্যবহ্রত জরুরি তরল অক্সিজেনের আমদানি বন্ধ রয়েছে। গত চার দিনে কোনো অক্সিজেনবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। তবে গত ২২ এপ্রিল একটি অক্সিজেনবাহী ট্যাংকার খালাস হয় বেনাপোল বন্দর থেকে।
গত এক সপ্তাহে বেনাপোল বন্দর দিয়ে এক হাজার ৮১৫ টন তরল অক্সিজেন ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। যার আমদানি মূল্য প্রতি টন ১৬৫ মার্কিন ডলার। ২৯টি ট্যাংকারে এই তরল অক্সিজেন বাংলাদেশে আমদানি হয়।
বাংলাদেশের আমদানিকারক লিনডে বাংলাদেশ লিমিটেড ভারত থেকে অক্সিজেন আমদানি করে থাকে।
এ ব্যাপারে কাস্টমস সুত্র জানায়, দেশের চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদার বড় একটি অংশ আমদানি হয় ভারত থেকে। প্রতি মাসে শুধু বেনাপোল বন্দর দিয়েই প্রায় ৩০ হাজার টন অক্সিজেন আমদানি হয়ে থাকে। করোনাকালে আক্রান্তদের জীবন বাঁচাতে সম্প্রতি এ অক্সিজেনের চাহিদা আরও বেড়ে যায়।
মহামারি পরিস্থিতিতে হঠাৎ করে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় যেমন ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি দেশে চিকিৎসা খাতও বড় ধরনের সংকটের মুখে পড়ল।
সানবিডি/এনজে