ভ্যাট ফাঁকির অভিযোগে অর্ধকোটি টাকার জর্দা আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৪-২৭ ১০:১৬:০৩


ভ্যাট ফাঁকির অভিযোগে চট্টগ্রাম নগরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো প্রায় অর্ধকোটি টাকার জর্দা আটক করেছে ভ্যাটের আগ্রাবাদ বিভাগের একটি নিবারক দল।

সোমবার (২৬ এপ্রিল) নগরের কদমতলী এলাকার মেসার্স জিদান ট্রান্সপোর্ট এজেন্সি থেকে এসব অবৈধ জর্দা আটক করা হয়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. শাহীনূর কবির পাভেল বলেন, ‘জিদান ট্রান্সপোর্ট ঢাকার যাত্রাবাড়ী শাখা থেকে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ভ্যাটের বৈধ কাগজপত্র ছাড়াই ৩৭ কার্টন জর্দা পাঠানো হয়েছিল। ভ্যাট ও সম্পূরক শুল্কসহ আটক জর্দার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট বেশ কিছু অভিযানের কারণে এবার অসাধু ব্যক্তি কুরিয়ার সার্ভিসকে বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।’