বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ হতে পারে: এডিবি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৪-২৮ ১১:৫৯:২৫
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ছয় দশমিক আট শতাংশ হতে পারে বলে প্রাক্কলন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বুধবার (২৮ এপ্রিল) সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আউটলুক প্রকাশিত হয়।
ব্রিফিংয়ে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, তবে এই প্রবৃদ্ধি নির্ভর করবে করোনার দ্বিতীয় ঢেওয়ের উপর।
তার মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ের চাপে এটি পাঁচ দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট শতাংশও হতে পারে।
করোনার ভ্যাকসিন সংকট প্রেক্ষাপটে তিনি বলেন, বাংলাদেশে অনেক কোম্পানির সক্ষমতা রয়েছে। তাই দেশে ভ্যাকসিন উৎপাদনে জোর দিতে বলেছেন মনমোহন।
সানবিডি/এএ