ব্যাংকের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ল ৩০ জুন পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৪-২৯ ০৮:৫৪:০৫


ক‌রোনার প্রার্দুভা‌বের কার‌ণে অ‌নেক ব্যাংক স্বাভা‌বিক কার্যক্রম কর‌তে পার‌ছে না। এমন প‌রি‌স্থি‌তি‌তে বাণিজ্যিক ব্যাংকগুলোর বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, হিসাব বছর শেষ হওয়ার দুই মাসের মধ্যেই আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করতে হয়। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দিতে হয়। অবশ্য বিশেষ কারণে নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে না পারলে সর্বোচ্চ দুই মাস অতিরিক্ত সময় নি‌তে পা‌রে ব্যাংকগু‌লো। এজন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয়।

বুধবার (২৮ এপ্রিল) সময় বা‌ড়া‌নোর প্রজ্ঞাপন বাংলা‌দেশ ব্যাংকের ও‌য়েবসাই‌টে প্রকাশ ক‌রে‌ছে। ডেপুটি গভর্নর একেএম মাজেদুর রহমান খান ২৭ এপ্রিল (মঙ্গলবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর ক‌রে‌ন।

বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, কোম্পানি আইন, ১৯৯১ এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক, সরকারের সঙ্গে পরামর্শক্রমে বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের (২০২০) বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার জন্য চলতি বছরের (২০২১) ৩০ জুন পর্যন্ত সময় পাবে প্রতিটি ব্যাংক। এর আ‌গে ২০১৯ সা‌লের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা ‌দেওয়ার জন্যও ব্যাংকগু‌লো‌কে একই সু‌বিধা দি‌য়ে‌ছিল ‌কেন্দ্রীয় ব্যাংক।

সানবিডি/এএ