১১ মাসের সর্বোচ্চে পাম অয়েলের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৯ ১৪:১২:০৪
ভবিষ্যৎ সরবরাহের বাজারে ৪ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে মালয়েশিয়ার পাম অয়েলের দাম, যা ১১ মাসের সর্বোচ্চে। টানা দুদিন কমার পর যুক্তরাষ্ট্রের সয়াবিন তেলের দরবৃদ্ধির সঙ্গে সঙ্গে গত মঙ্গলবার পাম অয়েলের দাম বাড়ল। খবর রয়টার্স।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জুলাইয়ের ভবিষ্যৎ সরবরাহ বাজারে পাম অয়েল বিক্রি হয়েছে টনপ্রতি ৪ হাজার ৭২ রিঙ্গিত বা ৯৯৪ দশমিক ১৪ ডলারে।
এ ব্যাপারে কুয়ালালামপুর ভিত্তিক এক ব্যবসায়ী জানান, সয়াবিনের বিপরীতে যেহেতু পাম অয়েলের দাম ওঠানামা করে, তাই সয়াবিনের দাম বাড়লে পাম অয়েলের দামও বাড়ে।
সানবিডি/এনজে