গুজরাটে হাসপাতালে আগুন লেগে ১৮ করোনা রোগীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০১ ০৮:৪৮:১৫
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে করোনা ডেডিকেটেড হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার (১ মে) ভোরে ভারুচ শহরে প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালে আগুন লাগে। আগুন লাগার পর হাসপাতাল থেকে ৫০ রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে পাঠানো হয়।
ভারুচ পুলিশের এসপি রাজেন্দ্র সিং বলেন, আগুন লাগার পর সৃষ্ট ধোঁয়ায় ১২ জনের মৃত্যু হয়। তবে আর ৬ জন প্যাটেল ওয়েলফেয়ারেই নাকি অন্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তা নিশ্চিত করে বলতে পারছি না।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া