মানিকগঞ্জে ৭ ব্যবসায়ীকে অর্থদন্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৫-০১ ১২:৪৫:৩২
মানিকগঞ্জের সিংগাইরে দুই কসমেটিকস ব্যবসায়ীসহ মোট ৭ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক এবং ভেজাল প্রতিরোধেই মুলত এই অভিযানটি চালানো হয়। এ সময় ওই সাত ব্যবসায়ী হতে মোট ৫০ হাজার টাকা অর্থ দন্ডের নির্দেশ দেয়া হয়।
শুক্রবার ৩০ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সিংগাইর উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এই অভিযানটি পরিচালনা করেন।
এদিকে আসাদুজ্জামান রুমেল বলেন, নকল প্রসাধনী বিক্রির দায়ে সিংগাইর বাজারের উজ্জ্বল কসমেটিকস এবং উৎস্য কসমেটিকস মালিককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলার ধল্ল্যা ও চারিগ্রাম বাজারে বিক্রয়মূল্য তালিকা না থাকায় মাংস বিক্রেতাসহ পাঁচ ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও আগামীতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।