পিকআপে ট্রাকের ধাক্কা, ৩ ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৫-০১ ১২:৩৭:১৩


নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পিকআপভ্যানে ট্রাকের ধাক্কায় তিন সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার দড়িকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন- কবির হোসেন (৩৮) উপজেলার সনমান্দী ইউনিয়নের আমদী গ্রামের আব্দুল খালেকের ছেলে ও রিয়াদ হোসেনের ছেলে আমির মিয়া (৪৪)।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শনিবার ভোরে পিকআপভ্যানে সবজি নিয়ে মহাসড়কে উঠার সময় চট্টগ্রামগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কবির ও আমিরের মৃত্যু হন।

এ সময় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত দুজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সানবিডি/এএ