বিশ্ব অর্থনৈতিক ফোরামের কমিশনার হলেন আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-০২ ১১:৩৭:০২


ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত ড. আবুল কালাম আজাদকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল কমিশন অব বায়োডাইভারসিটি ২০৩০ এর কমিশনার নিয়োগ করা হয়েছে। শনিবার (১ মে) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের আহ্বানে ও কলম্বিয়া সরকারের অংশীদারিত্বে গঠিত গ্লোবাল কমিশন অব বায়োডাইভারসিটি ২০৩০ বিশ্বজুড়ে নগর সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও নাগরিকদের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নগর উন্নয়নের মডেল তৈরি করতে সহায়তা করবে। তাই এর নামকরণ করা হয়েছে, ‘বায়োডাইভারসিটি বাই ২০৩০’।

এ কমিশনটির সঙ্গে যুক্ত আছেন সরকারি ও বেসরকারি খাতের বিশ্বখ্যাত বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সুশীল সমাজের ২৬ জন প্রতিনিধি। যাদের মাঝে একজন ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত ড. আবুল কালাম আজাদ। ২০৩০ সালের মধ্যে ৩ ট্রিলিয়ন ডলার মূল্যের ব্যবসার সুযোগ ও ১১৭ মিলিয়ন কর্মসংস্থান তৈরি করার মত অবকাঠামো এবং পরিবেশ গঠনে কাজ করবে। এছাড়াও বিশ্বব্যাপী নগরগুলোকে নতুনভাবে কল্পনা ও পরিকল্পনা করার লক্ষ্যে বিশ্ব অর্থনৈতিক ফোরাম কলম্বিয়া সরকারের সঙ্গে একযোগে নতুন উদ্যোগ নিয়ে কাজ করবে।

নগরের উন্নয়নকে টেকসই, অন্তর্ভূক্তিমূলক ও প্রকৃতি-ইতিবাচক করার উদ্দেশ্যে করা সাম্প্রতিক গবেষণাকে ব্যবহারিক সমাধানে রূপান্তরিত করা এবং তার জন্য অংশিদারিত্ব, কাঠামো, দূরদৃষ্টি তৈরি কারার ক্ষেত্রেও কমিশনটি পরামর্শ প্রদান করবে।

সানবিডি/এএ