৭০০ কোটির মধ্যে বিতরণ ১৪৮ কোটি টাকা

বিদেশফেরতদের বিকল্প কর্মসংস্থান, ঋণ কার্যক্রমে গতি আসেনি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৫-০৩ ১১:১২:০২


করোনার কারণে বিদেশ থেকে ফেরত আসা প্রবাসীদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের নেওয়া ঋণ কার্যক্রমে গতি আসেনি। গত বছরের জুনে প্রবাসীদের কম সুদে ও সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য ৭০০ কোটি টাকা সরকার থেকে বরাদ্দ করা হয়। এর মধ্যে সরকার থেকে ছাড় করা হয়েছে ২৫০ কোটি টাকা। এ অর্থ থেকে গত মার্চ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৪৮ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, করোনার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়ায় বিদেশ থেকে গত বছর প্রায় ৩ লাখ ২৭ হাজার প্রবাসী দেশে ফিরে এসেছে। দেশে এদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকার গত বছরের জুনে ৭০০ কোটি টাকার ঋণ কর্মসূচি হাতে নেয়। এর মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড তহবিল থেকে ২০০ কোটি টাকা এবং সরকার থেকে বরাদ্দ দেওয়া হয় ৫০০ কোটি টাকা। এর মধ্যে সরকার ২৫০ কোটি টাকা ছাড় করেছে। সরকারের বাকি ২৫০ কোটি ও ওয়েজ আর্নার্স তহবিলের ২০০ কোটি টাকা এখনো ছাড় করা হয়নি।

এসব অর্থে গত বছরের জুলাই থেকে প্রবাসী কল্যাণ ব্যাংক করোনায় ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরত আসা প্রবাসীদের বিকল্প কর্মসংস্থানের জন্য অভিবাসী কর্মী পুনর্বাসন ঋণ কর্মসূচি চালু করে। গত নয় মাসে এ খাতে ১৪৮ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। যা মোট প্যাকেজের ২১ দশমিক ১৪ শতাংশ। আর ছাড় করা অর্থের ৫৯ দশমিক ২০ শতাংশ। ব্যাংকের ৮২টি শাখার মাধ্যমে এ ঋণ দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বলেন, শুধু প্রবাসীদের মধ্যে ঋণ দেওয়ার কারণে বিতরণ কম। শাখার সংখ্যা কম হওয়ায় সব প্রবাসীকে ঋণের আওতায় আনা সম্ভব হচ্ছে না। সব উপজেলায় শাখা নেই। ফলে অনেক দূর থেকে প্রবাসীরা ঋণের জন্য আসছে না। শাখাগুলোতে লোকবল কম।

তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ঋণ বিতরণ বাধাগ্রস্ত হচ্ছে। ঋণ বিতরণে বেশ গতি এসেছিল। কিন্তু এখন বিধিনিষেধের কারণে বাধাগ্রস্ত হচ্ছে।

সূত্র জানায়, প্রবাসী কল্যাণ ব্যাংক ফেরত আসা প্রবাসীদের পুনরায় বিদেশে যেতে এবং দেশে ব্যবসা-বাণিজ্য করতে ঋণ দিচ্ছে। ঋণের সুদের হার ৪ শতাংশ। ১ থেকে ৯ মাস গ্রেস পিরিয়ড। ২ থেকে ৫ বছর মেয়াদি ঋণ। এর মধ্যে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত কোনোরকম জামানত ছাড়াই দেওয়া হচ্ছে। এছাড়া প্রবাসীদের জন্য আরও কিছু ঋণ প্রকল্প নিয়েছে ব্যাংক।

করোনায় দেশে আসা প্রবাসীদের বিদেশে যেতে সরকারি খাতের অগ্রণী ব্যাংকও কম সুদে ও সহজ শর্তে ঋণ দিচ্ছে।

সানবিডি/এএ