হিলিতে আড়াই ঘন্টা কমানো হলো আমদানি-রফতানির সময়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৩ ১৪:৫৪:৪৬
মহামারি করোনা পরিস্থিতিতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিয়ে বাংলাদেশ-ভারতের মাঝে আমদানি-রফতানি কার্যক্রমের সময় আড়াই ঘণ্টা কমানো হয়েছে। সেই সঙ্গে পণ্য নিয়ে আসা ভারতীয় সব ট্রাকচালক ও সহকারীকে পণ্য খালাস শেষে একই দিনে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এ ব্যাপারে জানা গেছে, বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ও স্থানীয় প্রশাসন, কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট আমদানি-রফতানিকারকের মধ্যে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগে সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম পরিচালিত হতো। এখন সেটি কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত পণ্য খালাস করা ভারতীয় ট্রাকচালকদের ভারতে পাঠানো হবে। এছাড়া সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত খালি ট্রাকগুলো পাঠিয়ে দেয়া হবে।
সম্প্রতি ভারতে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। সংক্রমণ ঠেকাতে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সানবিডি/এনজে