পদোন্নতি পেলেন কাস্টমসের ৩৯ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-০৪ ০৯:৪০:৫৩


কাস্টমস বিভাগের ৩৯ রাজস্ব কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদোন্নতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৩ মে) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মো. আহসান হাবিব স্বাক্ষরিত চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন এনবিআরের শুল্ক, আবগারী ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তাদের নবম গ্রেড স্কেলে সহকারী কমিশনার পদে পদোন্নতি প্রদান করা হলো।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন : সোমেন কান্তি চাকমা, লাকী চাকমা, জে এম আলী আহসান, মবিন উল ইসলাম, নন্দীরাম লাল, মো. নজরুল ইসলাম,মো. কামরুজ্জামান, মো. মেজবাহ উদ্দিন ভূঁইয়া, এ এস এম মিজানুর রহমান, মো. নুরুজ্জামান হাওলাদার, মো. ফখর উদ্দীন,মো. জাহাঙ্গীর হোসেন, মো. দিলদার হোসেন ভূইয়া, এনামুল হক ভূঁইয়া, সাইফুদ্দিন মজুমদার, মো. মাসুদ হাসান, এইচ এম বাছেত আহমেদ, মো. মেহেদী হাসান, মো. আকতার হোসেন, মো. শাহজাহান, মো. রেজাউল করিম,এস এম সরাফত হোসেন, মো. আব্দুল মান্নান, সুনন্দন দাস, মো. শওকত আলী, মো. হাসানুজ্জামান, নূর আহমদ, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাকির হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম, মো. আলমগীর প্রধান, মো. আল আমীন মাহমুদ আশরাফ, সাইফুজ্জামান, মো. নজরুল ইসলাম, মো. যোহরুল ইসলাম, মাহবুবা বেগম, মো. শহিদুল ইসলাম ও মো. হারুন অর রশিদ।

সানবিডি/এএ