মোসাদের সঙ্গে বৈঠকের পর সুর পাল্টালেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৪ ১০:০১:১৬
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আবারও যোগ দেওয়ার কাছাকাছি অবস্থানে আসেনি।
ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনকে সম্প্রতি এক বৈঠকের সময় বাইডেন এ কথা বলেন। খবর টাইমস অব ইসরাইল।
পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইল আগে থেকেই বিরোধিতা করে আসছে।
ইসরাইলের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের সময় ইয়োসি কোহেন বলেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার মূল চুক্তিতে ফেরা আমেরিকার জন্য ভুল হবে।
এ সময় প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলি গুপ্তচর প্রধান ইয়োসি কোহেনকে আশ্বস্ত করে বলেন, পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ইরানের সঙ্গে আলোচনা থেকে আমেরিকা এখনও বহুদূরে আছে।
তিনি বলেন, ভিয়েনায় আলোচনার পর সমঝোতা প্রতিষ্ঠত হলে তবেই কেবল আমেরিকা ২০১৫ সালের পরমাণু সমঝোতায় ফিরবে।
সানবিডি/এএ