হিলিতে কেজিতে ৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৪ ১৪:০৬:৫৪


দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানির ছাড়পত্রের (আইপি) মেয়াদ শেষ হওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। পণ্যটির সরবরাহ কমায় পাঁচদিনের ব্যবধানে হিলিতে আমদানীকৃত ও দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৪-৫ টাকা। এদিকে লকডাউন ও রমজানের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম বাড়ায় বিপাকে পড়েছে সব শ্রেণীর মানুষ।

হিলি বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় পেঁয়াজ কয়েক দিন আগে ২২-২৪ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৭-২৮ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে দেশীয় পেঁয়াজ আগে ৩০-৩২ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৫-৩৬ টাকায় বিক্রি হচ্ছে।

সানবিডি/এনজে