দর পতনের শীর্ষে ঢাকা ডাইং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৪ ১৪:২৮:১০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২১৬ বারে ৮ লাখ ৩৩ হাজার ৩৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২০০ বারে ৪৭ হাজার ৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪১০ বারে ৩ লাখ ৬ হাজার ৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-সাভার রিফ্রাক্টরিজের ৪ দশমিক ৯৬ শতাংশ, ডোমিনেজ স্টিলের ৩ দশমিক ২১ শতাংশ, বেক্সিমকোর ৩ দশমিক ১৯ শতাংশ, আমান কটনের ৩ দশমিক ১২ শতাংশ, গোল্ডেন সন্সের ৩ দশমিক ০৩ শতাংশ, আরামিট সিমেন্টের ২ দশমিক ৮৩ শতাংশ ও লিব্রা ইনফিউশনের ২ দশমিক ৮২ শতাংশ শেয়ার দর কমেছে ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৪:২৮/৪/৫/২০২১