বস্ত্র খাতের কাঁচামাল আমদানিতে শুল্ক ও করমুক্ত সুবিধার দাবি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৪ ১৪:২৬:৩৫


আসন্ন ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বস্ত্র খাতে ব্যবহ্রত সব ধরণের ‍কাঁচামাল আমদানিতে শুল্ক ও করমুক্ত সুবিধা দেয়ার দাবি জানিয়েছে বস্ত্র খাতের তিনটি সংগঠন। একই সঙ্গে ফাইবারের তৈরি সব ধরনের সুতার ওপর ৩ টাকা মূল্য সংযোজন কর ধার্য এবং বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যবহূত যাবতীয় যন্ত্রাংশের ওপর মূলধনি যন্ত্রপাতির মতো ১ শতাংশ আমদানি শুল্ক ধার্যের প্রস্তাব দিয়েছে তারা। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং ব্যাকওয়ার্ড লিংকেজ সংগঠন বিটিএমএর পক্ষ থেকে অর্থমন্ত্রীর কাছে এ প্রস্তাব পাঠিয়ে চিঠি দেয়া হয়েছে।

এর মধ্যে টেক্সটাইল স্পিনিং মিলে ব্যবহূত সব ধরনের ফাইবারকে শুল্কমুক্তভাবে আমদানির বিধানসহ সব ধরনের সুতা তা যেকোনো ফাইবার দিয়েই তৈরি হোক না কেন, তার ওপর সমহারে মূসক ধার্য করার প্রস্তাব দিয়েছে সংগঠন তিনটি।

এ ব্যাপারে তারা বলছে, বর্তমানে বাংলাদেশের বস্ত্রখাতের স্পিনিং মিলগুলোতে বর্তমানে কাঁচামাল হিসেবে কাঁচা তুলাসহ বিভিন্ন ধরনের ফাইবার ব্যবহূত হচ্ছে। এর মধ্যে পিএসএফ, ভিএসএফ, টেনসিল, মোডাল ইত্যাদি অন্যতম। আগামীতে হয়তো অন্যান্য ফাইবার ক্রেতার ক্রয়াদেশের পরিপ্রেক্ষিতে সুতা তৈরির জন্য ব্যবহূত হবে। ফলে বর্তমানে শুধু সুতা তৈরির জন্য এসব ফাইবারই ব্যবহার হবে এমনও নয়। এ বিবেচনা থেকে এসব ফাইবারসহ যদি অন্য কোনো ফাইবার দিয়ে সুতা তৈরি হয়, তাহলে সেসব ফাইবারের ওপর থেকেই যাবতীয় শুল্ক ও কর প্রত্যাহার করা প্রয়োজন।

সানবিডি/এনজে