ইরাকে হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮২ জনের মৃত্যু,পদত্যাগ করলেন স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-০৫-০৫ ১২:১২:১০


ইরাকের বাগদাদে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে বহু হতাহতের ঘটনায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমি পদত্যাগ করেছেন।

গত ২৫ এপ্রিল বাগদাদের ইবনে আল-খাতিব হাসপাতালে আগুন লেগে ৮২ জনের মৃত্যু ঘটে। এ ঘটনায় আহত হন আরও ১১০ জন। ঘটনার ১০ দিন পর স্বেচ্ছায় পদত্যাগ করলেন হাসান আল-তামিমি।

মঙ্গলবার (৪ মে) এক সরকারি বিবৃতিতে বলা হয়, দেশটির শিয়া নেতা মুকতাদা আল-সদরের সমর্থনপুষ্ট হাসান আল-তামিমি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

ইবনে আল-খাতিব হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেয়ার জন্যও দাবি ওঠে।

দুর্ঘটনার পরপরই ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি বেশকিছু কর্মকর্তাসহ দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেন। মঙ্গলবার এই স্থগিতাদেশ তুলে নেন তিনি। তবে এর পরপরই স্বেচ্ছায় পদত্যাগ করেন হাসান আল-তামিমি।

গত ২৫ এপ্রিল মধ্যরাতে বাগদাদের পূর্বাঞ্চলে ইবনে আল-খাতিব হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে। হাসপাতালটিতে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় ৮২ জন মারা যান। দগ্ধ হন ১১০ জন।

অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে হাসপাতালটিতে আগুন ধরে যায়। হাসপাতালটিতে অগ্নিসুরক্ষা ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ইরাকের সিভিল ডিফেন্স সার্ভিস।

ঘটনার পরপরই স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমিকে বরখাস্ত করেন দেশটির প্রধানমন্ত্রী। মঙ্গলবার সে স্থগিতাদেশ তুলে নেয়া হলেও স্বেচ্ছায় পদত্যাগ করলেন তামিমি।

সানবিডি/এএ