ভোমরায় ৭৭৭ কোটি টাকার আদা আমদানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৫ ১৪:০৬:৪৮
সাতক্ষীরায় অবস্থিত ভোমরা স্থলবন্দরে বেড়েছে আদা আমদানির পরিমাণ।বন্দরসংশ্লিষ্ট সূত্র বলছে, গত ১০ মাসে এ বন্দর দিয়ে ৯৪ হাজার ৩৩১ টন আদা আমদানি হয়েছে, যার বাজারমূল্য ৭৭৬ কোটি ৭৯ লাখ টাকা।
আর গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে মসলাজাতীয় এ পণ্য আমদানি প্রায় চার গুণ বেড়েছে।
এ ব্যাপারে ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, ভারতে আদা উৎপাদনের আধিক্য ও গুরুত্বপূর্ণ পণ্যটির দাম কম থাকায় আমদানি ঊর্ধ্বমুখী।
ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ রাজস্ব কর্মকর্তা আকবার আলী জানান, অন্য কোনো সময়ের তুলনায় চলতি অর্থবছর এ বন্দর দিয়ে আদা আমদানি বেড়েছে।
তিনি আরও বলেন, গত অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে এ বন্দর দিয়ে মসলাজাতীয় পণ্যটি আমদানি হয়েছিল ২৬ হাজার ৬৮৭ টন, যার মূল্য ২১৭ কোটি ৭৩ লাখ টাকা। ফলে গত অর্থবছরের জুলাই-এপ্রিলের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে পণ্যটির আমদানি বেড়েছে ৬৭ হাজার ৬৪৪ টন।
সানবিডি/এনজে