পুঁজিবাজারে লেনদেন ১টা ৩০ মিনিট পর্যন্ত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৫-০৫ ১৯:১২:৩০


আগামীকাল ৬ মে থেকে পুঁজিবাজারে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখাপাত্র মোহাম্মদ রেজাউল করিম সানবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং সময়সূচী নির্ধারণ করেছে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। তবে উল্লিখিত সময়কালে লেনদেন চলাকালে প্রি-ওপেনিং সেশন ৯.৪৫ থেকে ১০ টা পর্যন্ত এবং পোস্ট ক্লোজিং সেশন ১.৩০ থেকে ০১.৪৫ চালু থাকবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর