ভারত থেকে ট্রেনে আসছে ৫০ হাজার টন চাল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-০৬ ১০:২৯:৩৫
প্রথমবারের মতো রেলপথ দিয়ে ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চাল আমদানির সময় ও ব্যয় কমানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে ব্যয় হবে ১৬৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।
বুধবার (৫ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম সভায় (ভার্চুয়ালি) এ অনুমোদন দেওয়া হয়। সভায় ১৪টি প্রস্তাব উত্থাপন করা হলে ৯টি অনুমোদন দেওয়া হয়। চলতি অর্থবছর প্রায় শেষ পর্যায়ে হওয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চারটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি বলে সভা শেষে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার।
তিনি জানান, দেশে প্রথমবারের মতো রেলপথে চাল আমদানি হচ্ছে। সেজন্য আজকের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের মেসার্স সবিক এক্সপোর্ট লিমিটেড থেকে ১৬৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকায় এ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এসব চাল ভারতের কলকাতা চত্তিশগড় থেকে ট্রেনভর্তি হয়ে বাংলাদেশের বেনাপোল, দর্শনা ও রহনপুর স্থলবন্দর দিয়ে আসবে। হঠাৎ রেলপথ দিয়ে কেন চাল আমদানির সিদ্ধান্ত? জবাবে শাহিদা আক্তার বলেন, খাদ্য সচিব তাদের জানিয়েছেন, রেলপথে চাল আনলে সময় ও ব্যয় দুটি কমবে। তাই ট্রায়াল হিসেবে প্রথমবারের মতো এ অনুমতি দেওয়া হয়েছে।
সানবিডি/এএ