বিশ্বকাপ বাছাই প্রস্তুতি: জেমি আসছে সোমবারে
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৬ ১৬:১১:৩৩
ছুটি কাটিয়ে আগামী সোমবার ঢাকায় ফিরছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। তার সঙ্গে আসবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ও গোলরক্ষক কোচ ক্লেভারলি। নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষে এই ইংলিশ কোচরা ছুটিতে গিয়েছিলেন।
৩০ এপ্রিল শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। ২২ ম্যাচ হওয়ার পর ১২ মে থেকে লিগ বিরতিতে যাচ্ছে ঈদ ও বিশ্বকাপ বাছাইয়ের জন্য। বিরতি শেষে ২২ জুন শুরু হবে আবার লিগ।
বিশ্বকাপ বাছাইয়ের বাকি ৩ ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু করতেই কোচ ঢাকায় ফিরছেন।
আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বাংলাদেশের তিনটি ম্যাচ বাকি আছে। জুনে ম্যাচ তিনটি হবে কাতারে। ৩ জুন বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুন ভারতের বিপক্ষে এবং ১৫ জুন ওমানের বিপক্ষে।