জাতীয় অধ্যাপক হলেন তিন বিশিষ্টজন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৭ ১২:৩৬:০৫
পাঁচজন জাতীয় অধ্যাপকের মধ্যে মৃত্যুজনিত কারণে তিনজনের পদ শূন্য হওয়ায় তিন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৬ মে) এ প্রজ্ঞাপন জারি হয়। নতুন এই তিন জাতীয় অধ্যাপক হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বারডেম) সভাপতি এ কে আজাদ খান এবং বাংলাদেশ গ্যাস্ট্রোএনটারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান।
এর আগে ২০১৮ সালের জুনে দেশের তিনজন বিশিষ্টজন অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয় সরকার। সম্প্রতি পাঁচজন জাতীয় অধ্যাপকের মধ্যে মৃত্যুজনিত কারণে তিনজনের পদ শূন্য হয়।