হিলিতে বেড়েছে মসলা পণ্যের আমদানি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৫-০৮ ১৪:০৯:৩৬


চলমান রমজান ও আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশের বাজারে বাড়তি চাহিদাকে ঘিরে  দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে মসলাজাতীয় পণ্য আমদানি। বন্দরসংশ্লিষ্ট সূত্র জানায়, গত অর্থবছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ৯ হাজার টন মসলাজাতীয় পণ্য আমদানি হয়েছিল। এ বছর একই সময়ে করোনা পরিস্থিতির মধ্যেই বন্দর দিয়ে ২২ হাজার টন মসলাজাতীয় পণ্য আমদানি হয়েছে। আমদানি বেড়েছে ১৩ হাজার টন।

এ ব্যাপারে হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট শেরেগুল ইসলাম ও আলম হোসেন বলেন, আমদানিকারকরা মসলাজাতীয় পণ্যের আমদানি বাড়িয়েছেন। এছাড়া অন্যান্য বন্দরের তুলনায় হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানির ক্ষেত্রে যানজট কম থাকায় দ্রুততম সময়ের মধ্যে আমদানীকৃত পণ্য বন্দরে পৌঁছে যাচ্ছে। ফলে বিভিন্ন স্থানের আমদানিকারকরা এ বন্দর দিয়ে পণ্য আমদানি করছেন। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে এসব পণ্য সরবরাহ করছেন তারা।

সানবিডি/এনজে