দৌলতদিয়ায় সুবিধা বঞ্চিত শিশুরা পেলো নতুন পোশাক

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৫-০৯ ১১:২৭:০৪


রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে করোনা কালিন পরিস্থিতিতে লকডাউন চলাকালীন ঈদকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পূর্ব পাড়ার সুবিধা বঞ্চিত পরিবারের শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন জেলা প্রশাসক দিলশাদ বেগম।

শনিবার (৮মে) বেলা ১২ টায় রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে দৌলতদিয়া পূর্ব পাড়ার সুবিধা বঞ্চিত পরিবারের শিশুদের মাঝে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ দৌলতদিয়া পূর্ব পাড়ার সুবিধা বঞ্চিত পরিবারের ৬’শ বাহান্ন জন শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক উপহার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুন, ভাইস চেয়ারম্যান, আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, দৌলতদিয়া নারী ঐক্য পরিষদের সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।

এসময় জেলা প্রশাসক দিলশাদ বেগম বলেন, সারা দেশের ন্যায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ দৌলতদিয়া পূর্ব পাড়ার সুবিধা বঞ্চিত পরিবারের ৬’শ বাহান্ন জন শিশুর মাঝে এ নতুন পোশাক সহায়তা প্রদান করা হয়েছে, সরকারের এ ধারা অব্যাহত থাকবে।