ইসলামী ব্যাংকের কোটালীপাড়া উপশাখা উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৯ ১৮:০০:৪৯
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গোপালগঞ্জ শাখার অধীনে কোটালীপাড়া উপশাখা চালু করেছে। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) এর চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু ৬ মে ২০২১ প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।
ব্যাংকের খুলনা জোনপ্রধান মোঃ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোটালীপাড়া পৌর মেয়র শেখ কামাল হোসেন, কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস, রুমি ফিস ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডাইরেক্টর শেখ ফখরুল আলম এবং হীরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া দাড়ীয়া।
স্বাগত বক্তব্য দেন ব্যাংকের গোপালগঞ্জ শাখাপ্রধান এ. এইচ. এম মোস্তফা কামাল এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মোঃ ইব্রাহিম জোয়ার্দার। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।