ভ্যানগার্ড এএমএল গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৫-০৯ ১৬:৫৭:০০


ভ্যানগার্ড এএমএল গ্রোথ ফান্ড তার ইউনিট হোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্টি। এর পুরোটাই নগদ।

রোববার ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩১ মার্চ ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ৩১ মার্চ ২০২১ তারিখে যাদেও হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ লভ্যাংশ পাবেন।

ফান্ডটির ব্যবস্থাপনায় রয়েছে দেশের অন্যতম সম্পদ ব্যবস্থাপক ভ্যানগার্ড এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটে। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (ক্রয়) ১৩ টাকা ২ পয়সা। আর ইউনিট প্রতি সম্পদ মূল্য (বাজার) ১৩ টাকা ৪৩ পয়সা।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াকার আহমাদ চৌধুরী বলেন, ইউনিট হোল্ডারদের ভালো লভ্যাংশ দিতে পেরে আমরা আনন্দিত। সবার সহযোগিতা পেলে আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে পারবো।

তিনি বলেন, করোনা মহামারির মধ্যে আমরা ফান্ড পলিচালনায়য অনেক প্রতিকুলতার সম্মুখীন হয়েছি। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি বিনিয়োগকারীদের বিনিয়োগের মাধ্যম থেকে ভালো রির্টার্ণ দেয়ার।

তিনি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এবং এই ফান্ডের ট্রাস্টি, কাস্টোডিয়ান সহ সংশ্লিষ্ট সকলকে সফলভাবে ফান্ড পরিচালনার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর