কমসংখ্যক বিদেশিকে হজের অনুমতি দেয়া হতে পারে: সৌদি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-১০ ১১:৫৬:৪২
মহামারি করোনাভাইরাস আসার পর থেকে বিদেশিদের জন্য হজ বন্ধ রেখেছে সৌদি আরব। কিন্তু এ বছর সেই বিধিনিষেধ তুলে নেয়া হবে কি না সে বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আলোচনায় অল্প কিছু বিদেশি হজযাত্রীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে প্রবেশের অনুমতি দেয়ার প্রসঙ্গ অন্তর্ভুক্ত রয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অতিথিদের হজ ও ওমরাহ পালনে সৌদি আরবের সুদৃঢ় আগ্রহের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সৌদি সরকার মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষাকে অগ্রাধিকার দেয় বলেও জানিয়েছে তারা।
চলতি বছর ১৭ জুলাই থেকে হজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
বিস্তারিত আসছে…