৯১ শতাংশ ব্যয় বেড়েছে ভারতের চা আমদানিতে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-১০ ১৪:২৭:৪৫
রফতানিকারক দেশ হলেও চলতি বছর ব্যাপকভাবে চা আমদানি বাড়িয়েছে ভারত। করোনায় দেশটির চা খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় আমদানির সিদ্ধান্ত নেয়া হয়। তবে পণ্যটি আমদানিতে গত বছরের তুলনায় এবার প্রায় ৯১ শতাংশ ব্যয় বেড়েছে। খবর বিজনেস লাইন।
এ ব্যাপারে টি বোর্ড ইন্ডিয়ার দেয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ২০২০-২১ অর্থবছরের জানুয়ারি পর্যন্ত ভারত চা আমদানিতে গত অর্থবছরের একই মাসের তুলনায় ৯০ দশমিক ৭৭ শতাংশেরও বেশি অর্থ ব্যয় করেছে। দেশটি প্রতি কেজি চা আমদানিতে ১৫ দশমিক ৪৭ শতাংশ বেশি মূল্য পরিশোধের মাধ্যমে ৬৫ দশমিক ২১ শতাংশ বেশি আমদানি করেছে। মূল্যবৃদ্ধি সত্ত্বেও আমদানি বাড়ানোয় ব্যয় বেড়েছে।
ভারতীয় প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজার থেকে প্রতি বছর ৯০ লাখ থেকে এক কোটি কেজি চা আমদানি করে। তবে আমদানি করা এসব চা ভারতের বাজারে বিক্রি করা হয় না। বরং প্রক্রিয়াজাত শেষে তা পুনরায় রফতানি করা হয়। চায়ের অভ্যন্তরীণ চাহিদার প্রায় পুরোটাই ভারতের নিজস্ব বাগানগুলো পূরণ করে।
সানবিডি/এনজে