পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৩ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-১০ ১৬:৩৬:১৫
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ৩ সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫ জন। রোববার (৯ মে) রাতে পাকিস্তান সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথম হামলাটি চালানো হয় বেলুচিস্তানের রাজধানী কোয়েটায়। সেখানে ৩ জন নিহত এবং আহত হয়েছে ১ জন। সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর বিবৃতিতে আরো জানানো হয়, পৃথক আরেক বন্দুক হামলায় তুরবাত এলাকায় সেনাবাহিনীর আরো ৪ জন আহত হয়।
তবে এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। সেনাবাহিনীও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।
সূত্র : খালিজ টাইমস