আফগানিস্তানে পেতে রাখা বোমায় উড়ে গেল বাস, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-১০ ১৭:১৫:৫৩


আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে একটি বাস উড়ে গিয়ে অন্তত ১১ যাত্রী নিহত ও ২৪ জন আহত হয়েছেন। রোববার রাতে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে ঘটনাটি ঘটেছে। সোমবার প্রাদেশিক গভর্নরের মুখপাত্র গুল ইসলাম সিয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরা ও আরব নিউজের।

আহতদের মধ্যে নারী ও শিশুও আছে বলে জানিয়েছেন তিনি। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

সোমবার ভোরে পারওয়ান প্রদেশে আরেকটি বিস্ফোরণ একটি মিনিবাসে আঘাত হেনেছে, এতে দুজন নিহত ও ৯ জন আহত হয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যেই আফগানিস্তানে একের পর এক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে চলছে। শনিবার দেশটির রাজধানী কাবুলে একটি স্কুলের সামনে গাড়ি বোমা ও মর্টার হামলায় অন্তত ৬৮ জন নিহত ও ১৬৫ জন আহত হন। হতাহতের অধিকাংশই ওই স্কুলটির ছাত্রী।

চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘোষণা আসার পর থেকেই আফগানিস্তানজুড়ে সহিংসতা দ্রুত বাড়তে শুরু করে।

সানবিডি/এএ