টানা পঞ্চমবার চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-১১ ২০:৪৪:৪৮
আগামী দুই বছরের (২০২১-২০২২ ও ২০২২-২৩ মেয়াদে) জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম। আর সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্যাসিফিক জিন্সের সৈয়দ মোহাম্মদ তানভির।
মাহবুবুল আলম টানা পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১১ মে) চট্টগ্রাম চেম্বার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সকালে চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. নুরুন নওয়াজের তত্ত্বাবধানে নব-নির্বাচিত পরিচালক এ কে এম আক্তার হোসেনের সভাপতিত্বে নির্বাচিত পরিচালকমণ্ডলীর মধ্য থেকে সভাপতিমণ্ডলীর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বসম্মতিক্রমে মাহবুবুল আলম সভাপতি, সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন ও সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর নির্বাচিত হয়েছেন।
সানবিডি/এএ